তোমাদের ভীড়ে ছিল কোন এক কালে
স্বপ্নঘোরে নিমজ্জিত
এক অবুঝ অবোধ কিশোরী।
হ্যাঁ, তোমাদেরই মাঝে,
মনে পড়ে কি তাকে?
রহস্যময় দৃষ্টি আর অশ্রুসজল চোখ,
স্থির দৃষ্টি আঁকড়ে রাখত দূরের ঐ সীমান্ত…
হয়তো কোন মুক্ত পাখির ডানা মেলার অপেক্ষায়…
আকাশে পাঠাতো নিখোঁজ সংবাদ তার আপন ঠিকানার…
আর ভাবতো শুধু –
বৃক্ষশাখায় জাগ্রত সে কলির মত,
ফুটবে কি সেও?
হয়তো কোন আচমকা এক বর্ষাস্নাত রাতে,
কোন আগন্তকের পদশব্দে কাঁপবে হঠাত বুক!
ভাববে কিছু অজান্তে সে,
দেখবে তাকে নয়ন ভরে,
মনের কোণে বলবে কেউ –
“ফুল বুঝি ফুটলো এবার!”