বিধ্বংসী

আমি অন্ধকার নই,

আমি অন্ধকারে বাঁচতে চাওয়া একটুখানি আলো।

ঝড়ের সাথে যুদ্ধ আমার

বাতাসে নেই মাতামাতি, 

চুপচাপ শুধু একটি কোণে

জ্বলবার প্রহর গুনছি।

আসবে যখন,

কাঙ্খিত সে ক্ষণ,

পুড়িয়ে দেব সব।

উড়িয়ে দেব এই খেলাঘর

দমিয়ে যাবে রব।