আজ কদিন ধরে সবকিছু খুবই নেগেটিভ যাচ্ছে। মানে আমি নিজে কিছু করিনি, কিছু বদলাইনি। কিন্তু সবই উল্টেপাল্টে বদলে যাচ্ছে, নিজের মতন।
অনেকদিন পর এখানে বাংলায় লিখতে ইচ্ছা করল। আসলে ভাব-দর্শন এসব লেখার সময় ইংরেজি বা অন্য ভাষায় আমার বেশ জমে, কিন্তু নিজের একদম মনের কথা লিখতে হলে বাংলাই লাগে।
একটু একটু করে সময় বদলে যাচ্ছে, জীবন-টা বাজে হয়ে উঠছে। আগেও যে খুব আহামরি রূপকথা ছিল তাও নয়। তবে হয়তো এত তাড়াতাড়ি জীবন-টা বুঝতে চাইনি আর কি।
নিজেকে বেশ নেকি-নেকি লাগছে। আমি কি নেকি-ভাবে কথা বলছি? আচ্ছা নর্মাল ফ্লো-তে বলি।
বাসায় আমি আর আব্বু। ভাই গেছে নানুবাড়ি, ঈদের ছুটি-তে। নানুবাড়ি-তে যেতে আমার ভাল্লাগেনা। কারণ আমার কুটনামি-তে ভয়ানক এলার্জি আছে, যা মলম লাগালেও যাবেনা। আল-হামদুলিল্লাহ।
নতুন একটা কাজ পাইছি। লেখালেখি-ই, কিন্তু এরকম নিজের মনমত লেখা না, একটু কর্পোরেট। আমার এসব লেখা এমনিতেই খুব একটা আসেনা, কিন্তু তাও ট্রাই করছিলাম। কাজটা ভাল যাচ্ছেনা। কাছের সবাইকে বলছি আমার প্রথম বেতন দিয়ে ওদের এটা-ওটা কিনে দিব, এই এই রেস্টুরেন্টে ট্রিট দিব। কাকে কোনটা দিব তার লিস্ট-ও করে ফেলছি একটা ফোল্ডারে। এখন মনে হচ্ছে কাজ-টা আর থাকবেনা। তাও ফ্যামিলি-কে তো সত্যি-টা জানাতেই হবে। এখানে মিথ্যা বলে লাভ নাই। ধরা পড়বই, আজ বা কাল।
এটা নিয়ে আজ খুব কষ্ট হইছে। কাঁদছি অনেক। আমি আসলে যাকে বলে sore loser, তার উপর আমার আত্মসম্মান-বোধ অনেক বেশি, প্রায় আকাশছোঁয়া (না জীবনে কিছু করিনি, genetic কারণে)। তাই আমি যে কিছু একটা করতে পারিনি বা স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারিনি, আমি তা মানতে পারতেসিনা। এখনো কষ্ট হচ্ছে। নিজেকে বুঝানোর চেষ্টা করসি সন্ধ্যায় যে আল্লাহ্ যা করে ভালর জন্যই করে, ভাল কিছু একটাই হয়তো হবে। কিন্তু তারপর একটু আগে কানে আবার বাজা শুরু করল কথাগুলা, আমাকে রেখে তাদের কোন লাভ হচ্ছেনা। আমার মাথা নিচু করা ছাড়া কিছু করার নাই আপাতত। কিন্তু, আমি নিতে পারতেছিনা।
জানি এটা অনেক মধ্যবিত্ত তরুণ/তরুণীর অবস্থা। কিন্তু, সত্যি কথা বলতে কি, আমি সবসময় ভাবছিলাম আমি অনেক বড় হব, অনেক টাকা-পয়সা কামাবো, কাউকে বিয়ে করে না, একদম নিজে নিজে। সেইসব স্বপ্ন নিয়ে এখন আমার অনেক দ্বিধা-দন্দ হচ্ছে। আমি কি বাস্তব কিছু চাইছি আসলেই? আকাশ-কুসুম হয়ে গেল না তো?
এসব কাউকে বলব না। যার জানার সে জানবে 🙂
